UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ২ জন গ্রেফতার

pial
জুলাই ৯, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৬০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত হচ্ছেন, বাগেরহাট সদরের রবিউল দশাণি এলজিডি মোড় এলাকার ইসলাম রনি(২৮) এবং দিঘলিয়ার বারাকপুর নিকারিপাড়া এলাকার মোঃ ইকবাল মোল্যা(৪৭)। তাদেরকে খুলনা মহানগরীর খুলনা ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২ টি মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)