ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ০১ কেজি ৩০০ গ্রাঁম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, বটিয়াঘাটার তেতুল তলা পশ্চিমপাড়া এলাকার মোঃ আবুল কালাম হাওলাদার(৫৬), দৌলতপুরের দেয়ানা দক্ষিণপাড়া গোলদার রোড এলাকার মোঃ সোহেল মোল্লা(৩২) এবং দৌলতপুরের পাবলা চুনুর বটতলা এলাকার মোঃ রাসেল খান তিয়ান(২০)। তাদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)