ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও ৪৪ লিটার দেশী মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, অভয়নগরের ১০৬ জাফরপুর, ৮নং ওয়ার্ড রাজঘাট আহম্মদ আলী(২২), খুলনার ষ্টেশন রোড, সুইপার কলোনী এলাকার বাদল রাউত(৪৬), সোনাডাঙ্গার নর্থখাল ব্যাংক রোড, নিপা মঞ্জিল এলাকার মোঃ মাসুম খান(৩৬) এবং সোনাডাঙ্গার বসুপাড়া বাঁশতলা এলাকার মোঃ জাহাঙ্গীর কবিরাজ(২৫)।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)