UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক মামলায় এক আসামির জেল-জরিমানা

usharalodesk
মার্চ ১৪, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার থানায় দায়ের হওয়া মাদক মামলায় দোষি সাব্যস্থ করে এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৪ মার্চ ) মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ আদেশ দয়েছেন। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, সোনাডাঙ্গা হাজী ইসমাইল রোডস্থ মৃত কাজী আব্দুর রশীদের পুত্র মোঃ জাহিদুল ইসলাম ফয়সাল (৩২)।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৮ সালের ১৮ অক্টেবর পাওয়ার হাউস মোড়স্থ জননী কুরিয়ার সার্ভিসে অভিযান চালায় খুলনা থানা পুলিশ। এসময় চট্রগ্রাম থেকে পার্সেল যোগে আসা ২’শ পিচ ইয়াবাসহ আসামি ফয়সালকে গ্রফতার করা হয়। এ ঘটনায় এসআই শরীফুল বাদী হয়ে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং ৩১। ওই বছরের ৩০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর আলম আসামির বিরুদ্ধে চার্জসিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এড. কামরুল হোসেন জোয়ার্দার ।

(ঊষার আলো-আরএম)