UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে সন্ত্রাসীদের ছুরির আঘাতে যুবক আহত

ঊষার আলো
জুন ১, ২০২১ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার লবণচরা থানার ছোট বান্দা বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। আহত যুবকের নাম আলামিন হোসেন (১৯)। সে লবণচরা থানার আমতলা এলাকার আলতাফ গাজীর ছেলে। মঙ্গলবার (১ জুন) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন সেভেন রিং সিমেন্ট ফ্যাক্টরীতে চাকরি করে। সে তার নিজ বাসা থেকে কর্মস্থল সেভেন রিং সিমেন্ট ফ্যাক্টরীতে যাওয়ার সময় আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দা বাজারে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসীরা আলামিনের ওপর চড়াও হয়। সন্ত্রাসীরা এ সময় আলামিনের মাথার সামনের বাম সাইডে, ডান পিঠে, বাম ঘাড়ে, বাম পিঠে, বাম ঘাড়ের নিচে ও ডান হাতের কনুর উপর ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা ও আলামিনের বন্ধুরা গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে।
বর্তমানে আলামিন খুমেক হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি আছেন।

(ঊষার আলো-এমএনএস)