UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর ম্যানেজার নিহত

koushikkln
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : আটরা পালপাড়া নিবাসী ও ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলীর ব্যবসায়িক প্রতিষ্ঠানের ম্যানেজার খিরোদ সাহা রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় খালিশপুর নতুন রাস্তা থেকে মটরসাইকেলযোগে গোয়ালখালী যাওয়ার পথিমধ্যে বিডিআর ক্যাম্প এর পাশে ইজিবাইকে ধাক্কায় মোটরসাইকেল আরোহী খিরদ সাহা রাস্তার উপর ছিটকে পড়েন।

এ সময় মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, আঘাত লাগার কারণে মাথা সিটি স্ক্যান করার জন্য সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১ টার সময় হাসপাতালে তিনি মারা যান। সন্ধ্যাায় মরদেহ আফিলগেট পালপাড়াতে এসে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ নিয়ে তার স্বজনেরা রাতেই গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারিতে রওনা দিয়েছেন।