UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে ১২ ঘন্টার ব্যবধানে যুবক নিহত : আহত ২

koushikkln
অক্টোবর ৬, ২০২২ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর টুটপাড়া এলাকায়  পলাশ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা ও সাথে থাকা সৌরভ (২৫) কে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে টুটপাড়া তালতলা হাসপাতাল ক্রস রোডস্থ বালির মাঠে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এরআগে, বৃহস্পতিবার রাত ১টায় ময়লাপোতা মোড়স্থ সন্ধ্যা বাজারের সামনে লাভলু নামের এক রিয়েল স্টেট ব্যবসায়ী লাভলুকে(৩৩)কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নিহত পলাশ লবণচরার দ্বিতীয় গলির ভুতের আড্ডা এলাকার শিপনের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, টুটপাড়া এলাকার প্রতিপক্ষ নূর আজিম এবং বিসমিল্লাহ গ্রæপের সাথে পলাশের বেশ কিছুদিন বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুর ১টায় পলাশ ও সৌরভ টুটপাড়া তালতলা ক্রস রোডের কাছে আসলে প্রতিপক্ষ নূর আজিম ও বিসমিল্লাহ গ্রæপের ক্যাডাররা তাদের দেখে ধাওয়া করে। তখন পলাশ ও সৌরভ বালির মাঠের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে প্রতিপক্ষ গ্রæপের ক্যাডাররা তাদের ২ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। এলাকাবাসী তাদের উদ্ধার করে খুলনা  মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌঁনে ৩টায় পলাশ মারা গেছে। তবে, আহত  সৌরভের অবস্থা  আশঙ্কাজনক।

এরআগে, রাত ১টায় মোড়স্থ সন্ধ্যা বাজারের সামনে সোনাডাঙ্গা আলীর ক্লাবের বাসিন্দা সাত্তার মিয়ার ছেলে রিয়েল স্টেট ব্যবসায়ী লাভলুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে রাত ১টায় ময়লাপোতা মোড়স্থ সন্ধ্যা বাজারের সামনে ১০-১৫ জন মিলে ধারালো চাপাতি দিয়ে রিয়েল স্টেট ব্যবসায়ী লাভলুকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। এতে তার ডান হাতের কনুর নিচে-উপরে-পিঠের ডান সাইডে ৩টা এবং মাথার পেছনে একটা কোপ লাগে। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে লাভলুকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। বর্তমানে সে চিকিৎসাধীন আছেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, পলাশকে কুপিয়ে হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দিবাগত রাতে ময়লাপোতা এলাকায় লাভলুকে কুপিয়ে জখমের ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা দায়ের করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।