ঊষার আলো প্রতিবেদক : বাংলাদেশ হেফাজত ইসলামের ডাকা রবিবার সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে নগরীতে মিছিল চলাকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮মার্চ) সকালে এদের তিনজনকে নগরীর নিরালা তবলীগ মসজিদের সামনে থেকে আটক করা হয়েছে বলে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমতাজুল হক এতথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা আজিজে মোড় এলাকার বাসিন্দা শেখ সোলাইমানের পুত্র আহাসানুল হাসান তানিম(২০), একই এলাকার মোস্তফার পুত্র মিরাজ(২০) ও একই এলাকার সরোয়ার হোসেনের পুত্র আবুল হাসান(২০)।