ঊষার আলো প্রতিবেদক : কেডিএ’র নকশা ছাড়া ভবন নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে। নগরীর ছোট বয়রা মৌজাধীন ১/১ নং গোলদার পাড়া (কুন্ডু পাড়া) খুলনা আর্ট কলেজের মাঠ সংলগ্ন আর এস দাগ নং-২৮৯১ (অংশ) এর উপর নাহিদ সুলতানা ও মোঃ শামীম হাসান কর্তৃক খেলাপীভাবে নির্মাণাধীন ভবনে কেডিএ কর্তৃক সকল প্রকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং মালিক কর্তৃক খেলাপীভাবে নির্মাণাধীন অংশ অপসারন না করায় কেডিএ কর্তৃক সোমবার (২২ মার্চ) সকাল ৯টায় ভবনটির খেলাপী অংশ ভাঙ্গা হয়। ভাঙ্গার কার্যক্রম চলার সময়ে কেডিএ’র পরিচালক (প্রশাসন ও ব্যবস্থাপনা), অথরাইজড অফিসার, ম্যাজিষ্ট্রেট এবং ইমারত পরিদর্শকগণসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং কর্তৃপক্ষের চেয়ারম্যান ভাঙ্গার কার্যক্রম পরিদর্শন করেন। ভাঙ্গার কার্যক্রমে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সদস্যগণ সহযোগীতা করেন।
(ঊষার আলো-এমএনএস)