ঊষার আলো প্রতিবেদক : নগরীর টুটপাড়া এলাকায় ড্রেন সংস্কারে মাটি কাটায় দুই তলা বিশিষ্ট ভবন ধসে পড়েছে। তবে বিল্ডিংয়ে অবস্থানরত লোকজন দ্রুত সরে যাওয়ায় কোন হতাহত হয়নি। বুধবার(৯জুন) বিকেলে ৪২ টুটপাড়া সেন্ট্রাল রোডস্থ ব্যবসায়ী শহীদ চৌধুরীর বিল্ডিয়য়ে এঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্র জানায়, নগরীজুড়ে রাস্তার ড্রেন সংস্কারের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় সকালে ওই বিল্ডিংয়ের গাঁ ঘেষে যাওয়া ড্রেনটি নির্মাণের জন্য মাটি কাটা হয়। এরপর বিকেলে বিল্ডিংটি ঝুকে পড়ে সামনের দিকে ভেঙ্গে পড়ে। এতে ওই বিল্ডিংয়ের ২য় তলায় মুরগীর ফার্ম এবং নিচতলায় একটি গ্যাস সিলিন্ডারের দোকান ও মুদি দোকান ক্ষতি গ্রস্থ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে ফার্ম থেকে মুরগীগুলো সরিয়ে নিতে সহায়তা করেন এবং পরিস্থিততি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভবনের মালিক শহিদ চৌধুরী দাবি করেন।