ঊষার আলো ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার (২৬ ডিসেম্বর) সকালে নগরীর ২২ ও ২৯ নং ওয়ার্ডের দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কেসিসি’র পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়। সিটি মেয়র এ সময় প্রত্যেক ওয়ার্ডের ৪’শ ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, ফকির মো: সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহাসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।