UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীর দৌলতপুরে তুচ্ছ ঘটনায় মহিলাসহ তিনজন নির্মম নির্যাতনে শিকার

koushikkln
নভেম্বর ২৭, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: নগরীর দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিলাসহ তিনজন নির্যাতনে শিকার হয়েছেন। রবিবার ( বেলা সাড়ে ১২টার দিকে দৌলতপুর মুচিপাড়া সরদার বাড়ী লেনের প্রবেশ মুখে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পিন্টু দাসের ছেলে বাসন্তি রাণী দাস(৪০), তার ছেলে সজিব দাস(১৮) ও প্রতিবেশী সুভাষ দাসের ছেলে বিজয় দাস(১৭)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিকটিম বাসন্তি রাণী দাস বলেন, তার ছেলে সজিব পেশায় নর সুন্দর। ছেলের সহসাথী বিজয় গোপনে ঘরের পিছনে গিয়ে সিগারেট খাচ্ছিল। এমন সময় এলাকার বড় ভাইরা যাচ্ছিল। তারা দেখেই সজিবকে মারধর শুরু করে। এ সময় সজিব ঠেকাতে গেলে তাকেও ক্রিকেট খেলার ব্যাট ও স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করে। ছেলের ডাক চিৎকারে তার মা বাসন্তি রাণী এগিয়ে গেলে তিনিও নির্যাতনের হাত থেকে রেহাই পাননি। পরে এলাকাবাসী তাদের হাত থেকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন। প্রতিবেশী সূর্য্য দাস বলেন, সজিবের সারা শরীর নির্মম নির্যাতনে রক্ত ঝড়েছে। ঘটনাস্থলে তার রক্ত ঝড়ে পাকা সড়ক ভিজে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে তারা নির্যাতনের কাজে ব্যবহৃত ব্যাট ও স্ট্যাম্প উদ্ধার করে নিয়ে যায়। নির্যাতনকারীদের ছত্রছায়ায় এলাকায় একটি টিনেজ গ্রæপ গড়ে উঠেছে। তারা ঠুনকো অজুহাতে এলাকার নিরীহ মানুষদের নির্যাতন করে চলেছে। বিষয়টি তিনি দৌলতপুর থানার ওসিকে অবগত করেছেন বলে জানান।