ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, অবৈধ সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। দেশনায়ক তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দিচ্ছে না। তারা সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গুম খুন করেছে। এখন জনগণের দাবি আদায়ে যখন বিএনপি আন্দোলন করছে তখনই আওয়ামী গুন্ডা ও পুলিশ বাহিনীকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। নেতৃবৃন্দ বলেন, জনগণ এবার জেগে উঠেছে, বন্দুকের নলের ওপর ভরসা করে ক্ষমতা পাকাপোক্ত করা যাবে না। এদেশে আর কোন টালবাহানা আর চলবে না। দেশবিরোধী ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিতে রাজপথের আন্দোলন তরান্বিত করতে খুলনায় দেশের সর্ববৃহৎ গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। ২২ অক্টোবর শনিবার খুলনায় অনুষ্ঠিত গণ সমাবেশে বিভাগের ১০ জেলা থেকে ৫ লক্ষাধিক নেতাকর্মী জমায়েত হবে। শাসক দলের সকল বাঁধা অতিক্রম
করে নগরীর ডাক বাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্ত্বরের নির্ধারিত ভেন্যুতে
শতভাগ শান্তিপুর্ণ। শান্তিপুর্ণ কর্মসুচিতে কোন ধরনের বাধা আসলে যেকোন
মুল্যে তা প্রতিহত করা হবে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ২২ অক্টোবরের খুলনার গণসমাবেশ সফল করার লক্ষে বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণকালে পথসভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি পালনে সহায়তার জন্য পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন।
বিএনপি নেতৃবৃন্দ গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক জ¦ালানী তেল, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়নগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওনকে গুলি করে, যশোরে আব্দুল আলিমকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে, বিএনপির চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা মামলার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর শনিবার খুলনায় বিভাগীয় গণ সমাবেশ সফল করতে খুলনাবাসির প্রতি আহবান জানিয়েছে।
২৭নং ওয়ার্ড বিএনপি: ২২শে অক্টোবর খুলনা বিভাগীয় গন সমাবেশ সফল করার লক্ষে ২৭ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা মঙ্গলবার সন্ধ্যায় ওয়ার্ড আহবায়ক কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান। এসময় বক্তব্য রাখেন ও উপস্থি ছিলেন, মাহবুব উল্লাহ শামীম, ঢালী মো. আলাউদ্দিন, মেশকাত আলী, রফিকুল ইসলাম বাবু, দীপু প্রধান, মাসুদ খান, জিএম তারেক, রফিকুল ইসলাম রফিক, মনির হোসেন, নাজিম উদ্দিন, হাবিবুর রহমান, শাহাদাত হোসেন, এড. মারুফ হোসেন, শহিদুল ইসলাম ডালিম, আসগর আলী, আবুল কালাম আজাদ, তসলিম রেজা খান, আরিফা আশরাফী চুমকি, গোলাম মোস্তফা, শহীদুল ইসলাম, জাকির হোসেন, সামসুর রহমান, বেলাল শেখ, আবুল হোসেন, আলাউদ্দিন, আব্দুল আজিজ, মো. সাহাবুদ্দিন, নুরুল ইসলাম নুরু প্রমুখ।
২১ নং ওয়ার্ড বিএনপি: ২১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় প্রস্তুতি সভা মোল্লা ফরিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, তারিকুল ইসলাম
জহীর, শেখ সাদী, নাজির উদ্দিন আহমেদ নান্নু, হাসিনুল ইসলাম নিক, নাজমুল
হুদা চৌধুরী সাগর, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, আবু সা।ীদ শেখ প্রমুখ।
তাঁতীদল: মহানগর তাঁতীদলের উদ্যোগে ২২ অক্টোবরের সমাবেশ সফল করতে নগরীর বড়বাজার, ষ্টেশনরোড, তুলাপট্টি ও ক্লে রোডে লিফলেট বিতরণ করেছে। এসময় উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের সভাপতি আবু সাঈদ শেখ, ম শ আলম, রফিকুল ইসলাম, হালিম মোড়ল, মোক্তার হোসেন, মুনসুর আলী বাবুল, দেলোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
২৫নং ওয়ার্ড বিএনপি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৫ নং ওয়ার্ড শাখার প্রস্তুতি সভা মঙ্গলবার বিকেলে একরামুল কবির মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফকরুল আলম। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি, মহানগর শ্রমিক দলের আহবায়ক মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, আকরাম মোল্লা, ওয়ার্ড বিএনপির যুগ্ন আহ্বায়ক কাজী নজরুল ইসলাম, মাসুদ আলম শামিম, মোঃ শাহাদাৎ হোসপন বাবুল, কামরুজ্জামান রুনু, সাইফুল ইসলাম সোহেল, রুহুল আমিন সোহাগ, আলম হাওলাদার, বিএনপি নেতা মহিদুল ইসলাম টুকু, আহসান হাবিব বাবু, হুমায়ন কবির, মঈন উদ্দিন, বাবু, সাজ্জাদ হোসেন জিতু, আল আমিন, মো ইয়াসিন আরাফাত ডালিম, মো নাজিম খা, বাবু ফকির, মিলন, সিরাজুল ইসলাম হীরা, মো সবুজুল ইসলাম সবুজ, শামিম,শহিদুল, বাবু, মিলন, তৈয়বুর রহমান, ইউনুস আলী তালুকদার, জামিলসহ আরো অনেক।
২৩নং ওয়ার্ড বিএনপি: ২২শে অক্টোবর খুলনা বিভাগীয় গন সমাবেশ সফল করার লক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ২৩ ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর জলিল টাওয়ার, আক্তার চেম্বাওে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আহবায়ক কাজী কামরুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিধি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মুজিবর রহমান, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কামরুজ্জামান বাবু, নাসির উদ্দিন খান, জাহাঙ্গীর হোসেন, আজিজুল গাবলু, ইসমত আরা কাকন, হারুন অর রশিদ মাসুম, শফিকুল ইসলাম শাহীন, মুজাহিদুল ইসলাম টনি, নাসিম আহমেদ ইমন প্রমুখ।
ছাত্রদল: ২২শে অক্টোবর খুলনা বিভাগীয় গন সমাবেশ সফল করার লক্ষে দৌলতপুর থানা ছাত্রদল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় দৌলতপুর থানা বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভা করেছেন। এতে সভাপতিত্ব করেন থানা ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন লিটন, পরিচালনা করেন সদস্য সচিব মো. রবিউলইসলাম, এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শেখ মো. নাজিম, মহানগর ছাত্রদলের সদস্য মিজানুর রহমান মৃদুল, সাজ্জাদ হোসেন রিপ্পি, জুবায়ের হাসান রাফি, সেজান চৌধুরী, রফিকুল ইসলাম সোহেল, সাদী ইসলাম জনি, মোঃ নায়িম, রাকিব, এম এম মুন্না, মাহাবুব রাব্বি, শাহজালাল, মান্না, মো. সিয়াম, রিয়াজ হাওলাদার, নাবিন, সাগর, ফাহাদ, হৃদয়, নোমান, সৈকত, সাব্বির, রাজু, রাহাত, তন্ময়, সিয়াম, সোহান, সানী, রায়হান, বাপ্পি শুভ প্রমুখ। সভা শেষে দৌলতপুর বিএল কলেজ রোড ও দৌলতপুর বাজারে লিফলেট বিতরন করা হয়।
গণসমাবেশে বাঁধভাঙ্গা জনস্রোত দেখে
সরকারের বুকে কাঁপন ধরেছে: অমিত
আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ লাখো জনতার সমাবেশে পরিণত হবে উল্লেখ করে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ১৪ বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার মানুষ সর্বশক্তি নিয়ে সারাদেশে জেগে উঠেছে। গুম খুন অপহরণ, হামলা মামলা জুলুম করে এতদিন মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা হয়েছিল। জনগণ শেষ প্রস্তুতি নিয়েই রাজপথে নেমেছে। জনগণের এই বাঁধভাঙ্গা স্রোত দেখে আওয়ামী সরকারের বুকে কাঁপন ধরেছে। জনস্রোতে শেখ হাসিনার পদত্যাগ, নিরপেক্ষ সরকার, বেগম খালেদা জিয়ার মুক্ত হবেন ও তারেক রহমানের সকল মিথ্যা মামলা ভেসে যাবে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায় মহানগর বিএনপি কার্যালয়ে ২২শে
অক্টোবর খুলনা বিভাগীয় গন সমাবেশ সফল করার লক্ষে শৃঙ্খলা উপকমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শৃঙ্খলা উপ কমিটির আহবায়ক খান জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, অবৈধ সরকারের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগন রাজপথে নেমেছে। দাবী আদায় না করে আমরা ঘরে ফিরবো না। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা-৩ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল। শৃঙ্খলা কমিটির সদস্য সচিব শের আলম সান্টুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, তারিকুল ইসলাম জহীর, আবু হোসেন বাবু, যুবদলের মাহবুব হাসান পিয়ারু, শামীম কবির, নাজমুল হুদা চৌধুরী সাগর, এবাদুল হক রুবায়েত, স্বেচ্ছাসেবক দলের তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, ফারুক হোসেন হিলটন, আতাউর রনহমান রুনু,
ছাত্রদলের ইশতিয়াক আহমেদ ইসতি, গোলাম মোস্তফা তুহিন, তাজীম বিশ্বাস,
শ্রমিকদলের মুজিবুর রহমান, শফিকুল ইসলাম শফি, জাসাসের ইঞ্জি. নুুরুল
ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, কৃষক দলের আক্তারুজ্জামান সজিব তালুকদার,
মহিলা দলের আজিজা খানম এলিজা, এড. কানিজ ফাতেমা আমিন প্রমুখ।