ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, হামলা মামলা অগ্নিসংযোগ করে অবৈধ সরকার ক্ষমতায় চিরস্থায়ী থাকার যে স্বপ্ন দেখছে গনবিস্ফোরনের মাধ্যমে সে স্বপ্ন চুরমার হয়ে যাবে। তারা বলেন জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতা হারানোর ভয়ে বিএনপির শান্তিপ্রিয় কর্মসুচিতে বাঁধা দিচ্ছে। শাসক দলের ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীর ওপর হামলা করলেও পুলিশ প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকেরা অবৈধ হাসিনা সরকারের পতন না করে ঘরে ফিরে যাবে না।
রবিবার (২৮ আগস্ট) গণবিরোধী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক জ¦ালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার
প্রতিবাদে কেন্দ্র ঘেষিত কর্মসুচির অংশ হিসেবে ২১নং ওয়ার্ড বিএনপির
বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা এসব কথা বলেন। পথসভায় বক্তারা আরো বলেন, ২৭ তারিখে খালিশপুরে বিএনপি অফিসে অগ্নিসংযোগ, নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা চালিয়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা প্রমান করেছে তারা অস্ত্রের জোরে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু তারা জানে না বিএনপি যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছে। নেতৃবৃন্দ চলমান আন্দোলন তরান্বিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
২১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোল্লা ফরিদ আহমেদ’র সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, একরামুল হক হেলাল, চৌধুরী নাজমুল হুদা সাগর, নাজিরউদ্দিন নান্নু, মিজানুর রহামন মিলটন, শফিকুল ইসলাম শফি, আবু সাঈদ শেখ, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, আলতাফ হোসেন, দেলোয়ার হোসেন আকন, নাসির উদ্দিন, সাত্তার হাওলাদার, নাজমুল হাসান নাসিম, মিজান সরদার, জিএম তারেক, আবু বক্কার, আসাদুজ্জামান মিঠু, জাহাঙ্গীর আলম, হাসান আলী বাবু, রুবেল জমাদ্দার, জাহিদুল ইসলাম, খন্দকার মহসিন,নজরুল ইসলাম, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, রবিউল ইসলাম রবি, মনির হোসেন, ফারুক হোসেন, মুনসুর আলী, মোল্লা আলী, মিলন হাওলাদার, মাহফুজ, সোহেল আকন, জাহিদুল, নোমান মাহবুব, রাসেল, আলাউদ্দিন, সাইফুল, আতিয়ার প্রমুখ।
এর আগে বিকাল সাড়ে ৫টায় কদলতলা বিএনপি অফিস থেকে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।