UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল এর সুস্থ্যতা কামনায় যুবলীগ ও ছাত্রলীগের বিবৃতি

usharalodesk
এপ্রিল ২, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর যুবলীগ ও মহানগর ছাত্রলীগ। মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল গত ৩১ মার্চ রাতে হঠৎ পেটের পীড়া ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে ডাক্তারের পরমর্শে খুলনা সিটি মেডিকেল কলেজের জরুরী বিভাগে ভর্তি করানো হয়। সংশ্লিষ্ট চিকিৎসক তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে কেবিনে প্রেরণ করে। সেখানে তার চিকিৎসা এখনও চলমান রয়েছে। বিবৃতিদাতারা হলেন মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনসহ মহানগর যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

(ঊষার আলো-এমএনএস)