UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগর যুবলীগের বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে নগরীর গল্লামারি স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে খুলনা মহানগর যুবলীগ।

বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে গল্লামারি স্মৃতিসৌধে এর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, ইয়াসিন আরাফাত, সাবেক ছাত্রনেতা সবুজ হাজরা, অভিজিৎ পাল, ওয়ার্ড যুবলীগ নেতা মাসুম উর রশিদ, জামাল শেখ, ছাত্রলীগ নেতা জব্বার আলি হীরা, রফিকুল ইসলাম রফিক, যুবলীগ নেতা একরামুল শেখ,সাগর মজুমদার প্রমূখ।

এরপর ভোরে নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করে। সন্ধ্যায় নগর আওয়ামী লীগের আলোচনা সভায় অংশগ্রহণ করে নেতৃবৃন্দ।