UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নগর যুবলীগের মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

koushikkln
জুন ২১, ২০২১ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নাই। বর্ষা মৌসুমে রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে প্রত্যেকের বৃক্ষ রোপন করা উচিত।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসুচী উদ্বোধনকালে এ কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সোমবার (২১ জুন) সকালে খুলনার গোলকমনি পার্কে ভেষজ, ফলজসহ নানা ধরনের বৃক্ষ রোপন করে এই কর্মসুচীর উদ্বোধন করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, কামরুল ইসলাম, শওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, তাজুল ইসলাম, কবির পাঠান, ইয়াসিন আরাফাত, কে এম শাহীন হাসান, মোঃ লিটন, ইলিয়াস হোসেন লাবু, মাসুম উর রশিদ, তাজদিক উর রহমান জয়, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইমাজ উদ্দিন রিপন, মেহেদী, মাহমুদুল হাসান রাজেস, হিরন হাওলাদার, ওমর কামল, এলিস, তোশি, বাপ্পী রায়, পলাশ মন্ডল, রফিক, ফয়সাল, সুমন, শওকত রাসেল, মিঠু, মিল্লা রাহুল প্রমূখ।
লকডাউন কার্যকরের আহ্বান : খুলনায় করোনা সংক্রমন ও মৃত্যু হার বেরে যাওয়ায় জেলা প্রতিরোধ কমিটি ২২জুন’২১ মঙ্গলবার থেকে আগামী সাতদিন কঠোর লক ডাউন ঘোষণা করেছে। উক্ত লক ডাউন কার্যকরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার সকল নেতা কর্মীদের নিজ নিজ এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সচেতনতা মূলক কাজ করার ও এলাকার নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের নির্দেশনায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। প্রত্যেকটি নেতা কর্মী তার নিজ এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে লকাডাউন কার্যকরে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি এলাকার নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়াবে। এ সকল কার্যক্রম অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থবিধি মেনে পরিচালনা করতে হবে।