ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেল এর জন্মদিনে নগরীতে কেক কাঁটা অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ করেছে খুলনা মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শুক্রবার (১০ নভেম্বর) রাত ১২ টায় নগরীর ময়লাপোতা মোড়ে অনুষ্ঠিত কেঁক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এ সময় আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, নগর ছাত্রলীগের সভাপতি ও যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, মহানগর আওয়ামী লীগের সদস্য আকীল উদ্দিন, নগর যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, আব্দুল কাদের শেখ, শওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, তাজুল ইসলাম, কবীর পাঠান, অভিজিৎ পাল সহ নগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।