জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা আজ (রবিবার) বিকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। নজরুল জন্মবার্ষিকীর এবারের প্রতিপাদ্য ‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, কবি নজরুল ইসলাম ছিলেন সাম্য, সম্প্রীতি, প্রেম, দ্রোহ ও গণমানুষের কবি। তিনি শোষণের বিরুদ্ধে চালিয়েছেন সংগ্রাম, শিকার হয়েছেন নির্যাতন ও জুলুমের। তারপরও তিনি অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছেন। তিনি ক্ষুধা-বেদনার অন্তরালে থেকেও থেমে যাননি। নজরুল ছিলেন কুসংস্কারের বিরুদ্ধে হাতিয়ার, বৈষ্যম্যের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। তারই প্রেক্ষিতে চব্বিশের ছাত্র আন্দোলনে আমরা দেখতে পাই নজরুলের সাহিত্য স্লোগান আকারে বা দেওয়াল লিখনে। ২৪’এর গণআন্দোলনের প্রতিটি ক্ষেত্রেই ছিল নজরুল ইসলামের সাহিত্যের ভূমিকা। এসময় ছাত্রদের কন্ঠে ধ্বনিত হয়েছিল কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট এই ধরণের শক্তিশালী স্লোগানগুলো। নজরুলের লেখনি আমাদের ছাত্রসমাজকে দেখিয়েছেন আলোর দিশারী। তাই আমাদের উচিত নজরুলের আদর্শকে অন্তরে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. দুলাল হোসেন। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল ও সরকারি বজ্রলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মো: হুমায়ুন কবীর। স্বাগত বক্তৃতা করেন খুুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) নূরুল হাই মোহাম্মদ আনাছ।
ঊআ-বিএস