UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নদী থেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

ঊষার আলো
নভেম্বর ১২, ২০২২ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: নিখোঁজের দুই দিন পর সিরাজগঞ্জে করতোয়া নদী থেকে মনির হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রুপপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মারা যাওয়া মনির হোসেন শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর পুরানপাড়া গ্রামের রিকশা চালক মো. হারুন অর রশিদের ছেলে। তিনি শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

মারা যাওয়া মনিরের ফুপাতো ভাই ইমরান হোসেন জানান, গত বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নৌকায় বেড়াতে যায় মনির। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও মনির বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা মনিরের লাশ নদীতে ভাসতে দেখে বাড়িতে খবর দেন।

পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সেটি ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঊষার আলো-এসএ