UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নবনির্বাচিত এমপি গণের সাথে কেএমপি’র পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সোমবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত এমপি শেখ হেলাল উদ্দিন; খুলনা-২ আসনের নবনির্বাচিত এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল; খুলনা-৩ আসনের নবনির্বাচিত এমপি এসএম কামাল হোসেন; খুলনা-১ আসনের নবনির্বাচিত এমপি  ননী গোপাল মন্ডল এবং বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত এমপি  শেখ তন্ময়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ কমিশনার বিজয়ী প্রার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

নবনির্বাচিত এমপি গণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে জনগণকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থাপনা, কর্মকৌশল, সহনশীলতা, বুদ্ধিমত্তা এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। আগামীর অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে একটি উন্নত সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদেরকে বিজয়ী করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম) মোছাঃ তাসলিমা খাতুন-সহ কেএমপির সকল ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।