UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ঊষার আলো
এপ্রিল ১৪, ২০২২ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪৪) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৯ টার সময় উপজেলার বীরকুৎসা রেলওয়ে স্টেশনের উত্তরে শোলাকুরা ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষনিক ভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় খাজুরা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওর্য়াড সদস্য প্রভাষক আমজাদ হোসেন মন্টু জানান, বৃহস্পতিবার সকালে অজ্ঞাত ব্যক্তি রেললাইন দিয়ে পায়ে হেঁটে আত্রাইয়ের দিকে যাচ্ছিলেন। এসময় পার্বতীপুরগামী আন্ত:নগর দ্রুতযান ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন ওই ব্যক্তিটি ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন। ধারনা করা হচ্ছে এটা আত্মহত্যাও হতে পারে। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত নন তিনি। এব্যাপারে রেলওয়ে সান্তাহার জিআরপি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ঊষার আলো-এসএ