ঊষার আলো ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে নৌকা উল্টে ১০ জনের মৃত্যু হয়েছে, আর নিখোঁজ রয়েছেন আরও ৬০ জন।
ভয়েস অব আমেরিকা জানায়, শুক্রবার আনামব্রায় তীব্র বন্যার মধ্যে ৮৫ আরোহীর ওই নৌকাটি ডুবে যায়। রাজ্যটির গভর্নর চুকয়ুমা চার্লস সোলুদো এক বিবৃতিতে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
শনিবার সন্ধ্যা পর্যন্ত মোট ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, শুক্রবার এ নৌকাডুবির ঘটনা ঘটে।
(ঊষার আলো-এফএসপি)