UsharAlo logo
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বোমা কালামকে কুপিয়ে হত্যা

ঊষার আলো
জানুয়ারি ২৮, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নাটোরের লালপুরে আবুল কালাম ওরফে বোমা কালামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আল আমিন নামে একজনকে আটক করেছে। শনিবার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বিলমাড়িয়া ইউনিয়নের সাধুর আখড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবুল কালাম লালপর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাদকয়ায় গ্রামের ইনছার আলীর ছেলে। লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, শুক্রবার রাতে আবুল কালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবার থেকে পুলিশকে জানানো হয়।

পরে পুলিশ রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সন্দেহজনক ভাবে আল-আমিন নামে একজন আটক করে পুলিশ। তার জবানবন্দিতে শনিবার ভোর সাড়ে ৬টার দিকে নিহত কালামের বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে বিলমাড়িয়া ইউনিয়নের সাধুর আখড়া এলাকার পাশে একটি পুকুর থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের আপন ভাই একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঊষার আলো-এসএ