পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য (পক্ষে), উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, আইনজীবী সমিতি, পাইকগাছা লোনা পানি কেন্দ্র, পল্লী বিদ্যুৎ সমিতি, পাইকগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, থানার ওসি মোঃ জিয়াউর রহমান, পৌরসভার প্যানল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, জুনিয়ার কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ কুমার সাহা, বনকর্মকর্তা প্রেমানন্দ রায়, সমাজেসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও আব্দুল আজিজ, সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, শিক্ষক এস এম আমিনুর রহমান লিটু। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
॥ আওয়ামী লীগের উদ্যোগে ৭ মার্চ পালিত ॥
৭ মার্চ উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসুচিত পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চে সকালে দলটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলটির উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এড. সোহরাব আলী সানা।
সংগঠনের উপজেলা সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ কামরুল হাসান টিপু এর পরিচালনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসুচিতে অংশ গ্রহন করেন এবং আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার ও কে এম আরিফুজ্জামান তুহিন, আ’লীগ নেতা এস এম রেজাউল হক, বিজন বিহারী সরকার, পঞ্চানন সানা, আলহাজ্ব মুনছুর আলী গাজী, নির্মল চন্দ্র অধিকারী, হেমেশ চন্দ্র মন্ডল, বিভুতি ভুষন সানা, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুমা বেগম, উপজেলা কৃষকলীগের আহবায়ক এড. শেখ আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, যুবলীগের জগদীশ চন্দ্র রায়, অশোক অধিকারী, গৌরাঙ্গ মন্ডল, আকরামুল ইসলাম, আব্দুর রাজ্জাক রাজু, স্বেচ্ছাসেবকলীগের জি এম কামরুল হাসান, প্রভাষক বজলুর রহমান, অমল রাজ মন্ডল, বাশারুল ইসলাম, আমিরুল ইসলাম চঞ্চল, বাশারুল ইসলাম বাচ্চু, গৌতম রায়, অসিত মন্ডল, উজ্জ্বল মন্ডল, মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম শফি, পরেশ মন্ডল, প্রণব মন্ডল, শেখ হারুনর রশিদ হিরু, মোঃ সিদ্দিকুর রহমান মোড়ল, শেখ জাহিদুল ইসলাম, শেখ মধু, ছাত্রলীগের ফাইমিন সরদার, রায়হান পারভেজ রনি, আবির আক্তার আকাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা পুর্বে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।