পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : চলমান বৈশ্বিক করোনা সংকটময় মুহূর্তে করোনা ভাইরাসের মতো প্রতিনিয়তই বেড়ে চলেছে নারী ও শিশুর প্রতি সহিংসতা। পিছিয়ে পড়ছে স্বাভাবিক জনজীবন। অর্থনৈতিক কর্মকান্ড থেকে বিচ্ছিন্ন হতে বসেছে সাধারণ জনগণ। এ সমস্যা মোকাবেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতাধীন পল্লীসমাজ তাদের নিজেদের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ বিষয়ক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) পল্লীসমাজ আয়োজিত এ ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হটলাইনের মাধ্যমে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে। এছাড়াও নারীদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান সহ প্রায় প্রতিটি ইউনিয়নে কিশোরী ক্লাব গঠনের মাধ্যমে নারীদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে। এছাড়া ভার্চুয়াল সভায় আরও যুক্ত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি ও উপজেলা শিশু ও নারী নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ভাবে নারী ও শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। যার উল্লেখযোগ্য দিক হলো জরুরী হটলাইন নম্বর ১০৯, ৯৯৯ ইত্যাদি। পাশাপাশি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতাধীন পল্লীসমাজও র্যালী, মানববন্ধন, উঠান বৈঠক, নির্যাতিত নারীর পাশে দাড়ানো, তাদেরকে আইনের সেবা গ্রহণের পরামর্শ প্রদান সহ বিভিন্ন কার্যক্রম চলমান রেখেছে। তাছাড়া নারীরা শুধু পরিবার বা আশে-পাশে থেকে নির্যাতনের শিকার হচ্ছে না, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমেও নির্যাতনের শিকার হচ্ছে। সেদিকেও আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি আগামীতে তিনি উপজেলা প্রশাসন সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে এধরণের আলোচনা সভা আয়োজন করার পরামর্শ ব্যক্ত করেন। পল্লীসমাজ আয়োজিত এ ভার্চুয়াল আলোচনা সভায় আরও যুক্ত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির রিজিওন্যাল ম্যানেজার যশোর প্রশান্ত কুমার দে, সিনিয়র জেলা ব্যবস্থাপক খুলনা নয়ন কুমার ঘোষ, ফিল্ড অর্গানাইজার পাইকগাছা আছাদুল ইসলাম সহ পল্লীসমাজের নের্তৃবৃন্দ।