ঊষার আলো ডেস্ক : নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপিকে সোমবার (০৭ নভেম্বর) রাত ৯ টায় খুলনার সার্কিট হাউজে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের পূণ নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান জামাল, দফতর সম্পাদক এম এ রিয়জ কচি, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ্ আলম, জেলা আওয়ামী লীগ সদস্য ননী গোপাল মন্ডল, পাপিয়া সরোয়ার শিউলী, মোঃ জামিল খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পা, সাধারণ সম্পাদক নাজনীন নাহার কণা, সাবেক ছাত্রনেতা বিধান চন্দ্র রায়, সাবিনা ইয়াসমিন, রেহেনা আফরোজ শোভা, রিতা আলম, জহির রায়হান, জহুর শেখ, প্রবীর দাস, শহীদ শেখ প্রমুখ।