UsharAlo logo
সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী দিবসে নারীর প্রতি চঞ্চলের অন্যরকম শুভেচ্ছা

usharalodesk
মার্চ ৮, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবসে গৃহকর্মীদের শুভেচ্ছা জানান জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।  সোমবার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন চঞ্চল। সেখানে নারী সেজে এক বিজ্ঞাপন চিত্রে অভিনয় করা একটি ছবিও পোস্ট করেন তিনি।

চঞ্চলের স্ট্যাটাসটি হলো এমন-

“বিশেষ একটি দিনে নারীদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা…ব্যাপারটা আসলে অনেকটাই লোক দেখানো। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে খুব ঘটা করেই এমন অনেক দিবসই পালিত হয়। ‘…বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর’-এটা কি শুধুই কোনো কবিতার লাইন? নাকি আমাদের বোধে আর বিশ্বাসেও এ সত্যটা আছে? বিশেষ কোনো দিনে নয়…সারা বছরজুড়ে, ঘরে-বাইরে সকল ক্ষেত্রে নারীর সমঅধিকার প্রতিষ্ঠিত হোক… কোনো করুনা নয়, যোগ্যতার বিচারে নারীর অগ্রযাত্রা অব্যহত থাকুক… মাতৃরুপী প্রত্যেক নারীই সৃষ্টির আদি ইতিহাস…”

স্ট্যাটাসটির শেষে চঞ্চল লিখেছেন, তার পোস্ট করা ছবিটি একটি বিজ্ঞাপন চিত্রের। সেখানে চঞ্চল নারী চরিত্রে অভিনয় করেছিলেন। চরিত্রটি ছিল এক গৃহকর্মীর।

তাই বিজ্ঞাপন চিত্রের এই ছবিটি দিয়ে চঞ্চল চৌধুরী নারী দিবসে সব গৃহকর্মীকে সম্মান এবং ভালোবাসা জানিয়েছেন।

(ঊষার আলো-এফএসপি)