UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট অভিযান

koushikkln
নভেম্বর ২১, ২০২২ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নগরীর বড় বাজারে সোমবার (২১ নভেম্বর) দুপুরে বাজার তদারকিসহ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনি, মসলা জাতীয় পণ্য, ফলের দোকান এবং বীজ বিক্রয় কেন্দ্রগুলোয় খুলনা জেলা প্রশাসন এবং কৃষি বিপণন দপ্তরের সমন্বয়ে অভিযান পরিচলনা করা হয়।

অভিযানকালে ব্যবসায়িক লাইসেন্স না থাকা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য ও বীজ বিক্রি, সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিবি করিমুন্নেসা, জেলা সিনিয়ন কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জীসহ সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় ।