UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরালা আবাসিক – ২ প্রকল্প কেডিএ স্থগিত করেছে

pial
অক্টোবর ১৮, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : বাসস্থানের সংকট নিরাসনে প্রস্তাবিত কেডিএর নিরালা-২ আবাসিক প্রকল্প স্থগিত করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য স্টাডি রিপোর্ট সম্পন্ন হয়েছে। ডুবি ও খোলাবাড়িয়া মৌজার বসবাসরত দের প্রতিবাদের পরিপেক্ষিতে কেডিএ নতুন আবাসিক প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত স্থগিত করে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে কেডিএ মিলনায়তনে গণশুনানিতে কেডিএ চেয়ারম্যান এ স্থগিত ঘোষণা করেন।

কেডিএ চেয়ারম্যান ব্রিগিডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। এলাকাবাসীর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন খোলাবাড়িয়া ও ডুবি মৌজার ভুমি রক্ষা কমিটির আহবায়ক শেখ মোঃ নাজমুল কবির সাদি, সদস্য সচিব সেলিনা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ নুরুল ইসলাম, মনিরুল আলম লিটন, অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, মোঃ নাজিম উদ্দিন, আলাউদ্দিন হোসেন, শরিফুল ইসলাম, অধ্যাপক জুবায়ের হোসেন, জাফর হোসেন, আকরাম হোসেন, সিদরাতুল মুন্তাহার, অধ্যাপক মুজাহিদুল ইসলাম সেলিম, মোঃ আবুল বাশার মীর, মাসুদ দাড়িয়া, মাহামুদ হোসেন, প্রফেসর মোঃ সাইদুজ্জামান, আব্দুল হাকিম, মোঃ সবুর শেখ, শেখ মনিরুজ্জামান, প্রমুখ।

কেডিএর পক্ষ থেকে সদস্য আবুল কালাম আজাদ, জামাল উদ্দিন বাচ্চু, অধ্যাপিকা রুনা রেজা, সবনম সাবা ও কেডিএর সচিব উপস্থিত ছিলেন।
ভুমি রক্ষা কমিটির বক্তারা বলেন তাদের ভিটেবাড়ি অধিগ্রহণ করা হলে মাথা গোজার ঠাই থাকবে না। বসতিরা স্বল্প আয়ের মাধ্যমে জীবন যাত্রা নির্বাহ করে। তাদের বক্তব্যের পরিপেক্ষিতে এ প্রকল্প কেডিএ স্থগিত করে।

উল্লেখ, শহরতলির ডুবি, খোলাবাড়িয়া, মাথাভাঙ্গা, লবনচরা ও হরিনটানা মোজার দেড়শ একর জমি নিয়ে কেডিএ নিরালা-২ নামে আবাসিক প্রকল্প গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে।

(ঊষার আলো-এফএসপি)