UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনী ইশতেহারে অন্তর্ভূক্ত দলিত-হরিজনদের দাবী সমূহ বাস্তবায়নের দাবী

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

দলিত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন এবং সাংবিধানিক অধিকারসহ ৮ দফা দাবীর প্রেক্ষিতে অওয়ামী লীগ এর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভূক্ত দাবী সমূহ বাস্তবায়নের লক্ষ্যে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরী সহযোগীতায় , ইউএসএইড এর অর্থায়নে এবং ওয়ার্কিং গ্রুপ এর সহযোগীতায় সেইড প্রকল্পের মাধ্যমে দলিত সংস্থা একটি নাগরিক সংলাপসভার আয়োজন করেন। আজ বুধবার সকাল ১০:০০ ঘটিকায় সিএসএস আভা সেন্টার রুপসায় এ সংলাপ সভা অনুষ্ঠিত হয়। এ সংলাপ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কিং গ্রুপের আহবায়ক সিলভী হারুন।

সংলাপ সভায় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন পাশ, দলিত-হরিজনদের বসবাসের জন্য আবাসিক ফ্লাট তৈরী সহ ইশতেহারে অন্তর্ভূক্ত মোট ৬ টি দাবী বাস্তবায়নের জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। এই দাবী বাস্তায়নে একাত্বতা ঘোষনা করেন দলিত ওয়ার্কিং গ্রুপ, বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সম্প্রীতি ফোরাম, আইনজীবী, শিক্ষক ও দলিত- হরিজন সম্প্রদারে নেতৃবিন্দ।

এ সংলাপ সভায় উপস্থিত ছিলেন সিলভী হারুন, আহবায়ক, ওয়ার্কিং গ্রুপ; শেখ আশরাফুজ্জামান, সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি; জনাব স্বপন কুমার দাস, নির্বাহী পরিচালক, দলিত; খান মোতাহার হোসেন, উপ-পরিচালক, জেলা সমাজসেবা, খুলনা; কাজী বরকাতুল ইসলাম, অধ্যক্ষ, টিটিসি, খুলনা; মীনা অজিজুর রহমান, নাগরিক নেতা; রেজবিনা খানম রিক্তা, আরকিটেক্ট, খুলনা সিটি কর্পোরেশন; অ্যা. মোঃ মোমিনুল ইসলাম, সমন্বয়কারী, মানবাধিকার বাস্তবায়নকারী সংস্খা, খুলনা; অ্যা. মোঃ বাবুল হাওলাদার, সমন্বয়কারী, বাপা। এছাড়াও উপস্থিত ছিলেন জেল সমবায় অফিসার, যুবউন্নয়ন অধিদপ্তর খুলনা এর প্রতিনিধি, আইনজীবী, সম্প্রীতি ফোরাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক , দলিত- হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি বৃন্দ ও সেইড প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ইসরাত নূয়েরী হোসেন, অরুন দাশ, সম্পা দাস প্রমুখ।