UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন আসলেই কিছু ধান্দাবাজ একত্রিত হন : সিটি মেয়র 

koushikkln
আগস্ট ৮, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নির্বাচন আসলেই এদেশের কিছু ধান্দাবাজ একত্রিত হন। নির্বাচন চলে গেলে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু কোন দূর্যোগ, কোন সংকট কালিন সময়ে এদের মানুষের কাছে খুঁজে পাওয়া যায় না। এদের ব্যাক্তিগত চরিত্র বিভিন্ন সময়ে তাদের লোকজন বিভিন্নভাবে প্রকাশ করেছেন। পদ লেহনকারী চরিত্র নিয়ে, ধান্দাবাজি আদর্শ নিয়ে, সন্ত্রাস ও দেশ বিরোধীদের মদদদাতা হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বলিয়ান হয়ে মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে এদের মুখোশ উন্মোচিত করতে হবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকীতে এই হোক আমাদের অঙ্গিকার।

খুলনার সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক সোমবার (০৮ আগস্ট)  নগরীর হাদিস পার্কের সামনে নগর যুবলীগ আয়োজিত রান্না করা খাদ্য বিতরণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
খুলনা মহানগর যুবলীগের আহবয়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শ্হাাজালাল হোসেন সুজনের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর যুবলীগ নেতা রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, সওকাত হোসেন, অভিজিত চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মেহেদী হাসান মোড়ল, রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক ছাত্রনেতা মশিউর রহমান, বিপুল মজুমদার, রফিকুল ইসলাম রফিক, থানা ও ওযার্ড যুবলীগ নেতা আব্দুল্লা আল মামুন, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, রবিউল ইসলাম লিটন, আসাদুজ্জামান শাহিন, এজাজ আহম্মেদ, বাদল সিপাহী, আনিসুর রহমান, হারুন উর রশিদ, ইব্রাহিম আহমেদ তপু, অলক শীল, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, ইমতিয়াজ আহমেদ রিপন, মাহমুদুর রহমান রাজেস, হিরণ হাওলাদার, জনি প্রমুখ।
এর আগে শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবম, শহীদ শেখ আবু নসাসের সহ ১৫ আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।  দোয়া পর্চিালনা করেন মাওলানা মোস্তাফিজ বিল্লাহ। এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের সুস্থ্যতা কামনায়ও দোয়া করা হয়।