তথ্যবিবরণী : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) তিন দিনের সফরে আগামীকাল ১ সেপ্টেম্বর খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী নির্বাচন কমিশনার ২ সেপ্টেম্বর সকাল ১১টায় যশোর জেলার চৌগাছা উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এর নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় যশোর সিনিয়র জেলা নির্বাচন অফিসারের সম্মেলনকক্ষে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত এবং ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষ্যে যশোর জেলার সকল উপজেলা নির্বাচন অফিসারদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
নির্বাচন কমিশনার দুপুরে ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।
(ঊষার আলো-এফএসপি)