UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে গড়িমসি মানুষ সন্দেহের চোখে দেখছে: রিজভী

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে হবে মানুষ কোনটাতে বাঁচে। সেই বিবেচনায় বাজার নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। বাজার সিন্ডিকেটকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা খুবই জরুরি।

তিনি বলেন, নির্বাচন নিয়ে গড়িমসি করা মানুষ সন্দেহের চোখে দেখেছে। আওয়ামী ফেরাউনদের রাজত্ব আর বাংলাদেশে হবে না। শেখ হাসিনার পক্ষে যারা কথা বলে তারা মানুষ হতে পারে না।

রিজভী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য নিজেকে নিরাপদ করতে এমন কোনো পদ্ধতি নেই যে তিনি অবলম্বন করেন নাই, তবুও ব্যর্থ হয়েছে।

ডেমরায় তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার-এর পক্ষ থেকে ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদ শ্রমিক-জনতার পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এসময় আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা, আহবায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।