UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটারের আমদানি ও উৎপাদন

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

২০২৫ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশে সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই রাউটারের আমদানি ও উৎপাদন নিষিদ্ধ হচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রোববার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগামী বছর থেকে শুধুমাত্র ডুয়াল-ব্যান্ড সাপোর্টেড রাউটারই দেশে আমদানি এবং উৎপাদন করা যাবে।

এসব রাউটারকে ২.৪ থেকে ২.৪৮৩ গিগাহার্জ এবং ৫.৭২৫ থেকে ৫.৮৭৫ গিগাহার্জ উভয় ব্যান্ড সাপোর্ট করতে হবে। একক ব্যান্ড সাপোর্ট করে এমন রাউটার বাজারজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে।

নতুন নির্দেশনা বাস্তবায়নের জন্য আমদানিকারক এবং উৎপাদকদের ছয় মাস সময় দেওয়া হয়েছে। আগামী বছরের এপ্রিল মাস থেকে সিঙ্গেল ব্যান্ড রাউটার আমদানিতে কাস্টমস ক্লিয়ারেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন বিটিআরসির তরঙ্গ বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানা।

তিনি বলেন, “আমদানিকারকদের বিটিআরসি থেকে অনুমতি নিতে হয়। এরপর এলসি খুলে আমদানি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। বাজারজাত করার জন্যও আমাদের অনুমতি নিতে হয়। কিন্তু আগামী ১ এপ্রিল থেকে সিঙ্গেল ব্যান্ড রাউটারের অনুমতি আর দেওয়া হবে না।”

বিটিআরসি বলছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে নিম্নমানের রাউটারের আমদানি ও উৎপাদন বন্ধ হবে। এর ফলে সাধারণ জনগণ উন্নত প্রযুক্তির সেবা পাবে। সিঙ্গেল ব্যান্ড রাউটার আমদানির ক্ষেত্রে যেন কেউ নতুন করে মনোযোগ না দেয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে ইতোমধ্যে জানানো হয়েছে।