UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানজাহান আলীতে বিভিন্ন কর্মসূচি পালন

koushikkln
ডিসেম্বর ১, ২০২২ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি,নিরাপদ সড়ক চাই এর ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসাবে খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে ১ ডিসেম্বর বেলা ১১ টায় হত দরিদ্র ২ জন সদস্যের মধ্যে ছাগল বিতরণ করা হয় । পরে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই শিরোমণি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিসচা খানজাহান আলী থানা সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান লিটনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নিসচা খানজাহান আলী থানা শাখার উপদেষ্টা ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন। সভায় বক্তৃতা করেন সহ-সভাপতি আব্দুস সামাদ, মোহাম্মদ মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোল্লা লিমন হোসেন, শেখ ইমদাদ হোসেন, শেখ আসাদ, মোঃ বাচ্চু শেখ, মোহাম্মদ মোস্তাক, মোহাম্মদ মেহেদী, মোহাম্মদ হাফিজ সর্দার, মোহাম্মদ রাশেদ, আব্দুল আজিজ প্রমুখ।