ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) খুলনা জেলা ও মহানগর শাখার সম্মেলন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা ১২ নভেম্বর শনিবার ময়লাপোতাস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ন্যাপ নগর সহ-সভাপতি আশুতোষ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মিলন মোহন মÐলের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ তারক চন্দ্র রায়, সহ-সভাপতি ডাঃ নিরাঞ্জন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক খান জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক রাহা গোবিন্দ লাল, প্রচার সম্পাদক এড. রাজু আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ সুভদ্রা বালা ঢালী, মহানগর মহিলা বিষয়ক সম্পাদক মেরীনা পারভীন যুঁথি, ন্যাপ নেতা ইন্দ্রানি সানা, শামীম আহসান, ডাঃ মোঃ মিজানুর রহমান, মোসাঃ ফাহমিদা তাবাসসুম, উৎপল কর্মকার, অন্তরা সরকার, জাভেদ খালিদ পাশা, ডাঃ শরিফুল আলম, এড. আনোয়ারা আহমেদ মালা, মোঃ জিয়াউল ইসলাম, অনিমেষ কুমার মÐল, তরিকুল ইসলাম, নীহার রঞ্জন বর্মণ, সুভাষ সরকার, যুব সমিতির শাওন চন্দ্র বাছাড়, জুয়েল মোল্লা, সজীব সরদার, সাগর ঢালী, মেরী সরকার, মোঃ বাবু মোল্লা, মেহেদি হাসান, ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম, মোঃ শরীফ, আবু সুফিয়ান, ছাত্র সমিতির অহনা রায়, দুর্জয় মÐল, মুক্তা মÐল প্রমুখ।
সভায় সম্মেলন করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় আলোচনা হয় এবং প্রতিটি থানা ও উপজেলা পর্যায়ে দ্রæত সম্মেলন করে কমিটি গঠনপূর্বক তালিকা প্রেরণের নির্দেশ প্রদানের সিদ্ধান্ত হয়।