UsharAlo logo
বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক খুলনা নগরী শীর্ষক দিনব্যাপী সম্মেলনের সমাপনী

ঊষার আলো ডেস্ক
মে ২০, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

‘ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নগরী খুলনা : সম্ভাবনা, দায়িত্ব এবং করণীয়’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনের সমাপনী আজ (মঙ্গলবার) বিকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলনের সমাপনী সেশনে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার ।

প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ কমিশনার বলেন, এই শহরের একটি বড় সমস্যা হলো প্লাস্টিকবর্জ্য। পলিথিন ব্যাগ বা প্লাস্টিকের বোতল ব্যবহারের পরে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এই চর্চাটি এখন থেকেই শুরু করা যেতে পারে। শিক্ষার্থীরা চাইলে বর্জ্যমুক্ত খুলনা বাস্তবে পাওয়া সম্ভব হবে। পরিচ্ছন্ন খুলনা গড়ার ক্ষেত্রে সচেতনতামূলক প্রচেষ্টা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকেই শুরু হওয়া দরকার। এক্ষেত্রে উদাসীন হলে চলবে না। এই শহরকে ভালোবাসতে হবে। আমরা বদলালেই শহর বদলে যাবে। সমাজকে মাদক ও কিশোর অপরাধের প্রভাব থেকে মুক্ত রাখতে হবে। নগরীতে যানচলাচলে নিরাপত্তা বাড়াতে কেএমপির উদ্যোগে সাড়ে পাঁচ হাজার ইজিবাইক চালককে দেড় ঘন্টা প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। খুলনাকে অধিকতর বাসযোগ্য করার সব প্রচেষ্টার সাথে কেএমপি থাকবে।

সমাপনী সেশনে অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ হুসাইন শওকত। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের অধ্যাপক ড. শিল্পী রায়।

উল্লেখ্য, খুলনা শহরের বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে সম্মেলনের বিভিন্ন সেশনে-ন্যায্য নগরে উত্তরণ এবং খুলনা নগরে এর তাৎপর্য, নগরে ন্যায্যতা নিশ্চিতে যুব সম্পৃক্ততা, স্থানীয় জনগণের সম্পৃক্ততায় ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নগর, সকলের জন্য বাসযোগ্য নগরী, জলবায়ু বিপর্যয় এবং ন্যায্য নগরে উত্তরণ, কর্মসংস্থান: সমস্যা এবং সমাধান, নগরে ন্যায্যতা নিশ্চিতে সকল অংশীজনের সমন্বয় এবং ভবিষ্যৎ খুলনা নগর কেমন দেখতে চাই বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা ওয়াসা, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সমাজসেবা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্স এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বেলা, সিরাক বাংলাদেশ, আরডিআরসি, সিয়াম ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।

ঊআ-বিএস