ঊষার আলো ডেস্ক : ন্যাশনাল হাই স্কুল সোনাডাঙ্গার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ শাহাজালাল হোসেন সুজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. বিশ^াস মাহিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কমিটির শিক্ষক সদস্য হলেন মোঃ আমীরুল ইসলাম, অভিভাবক সদস্য অসীম কুমার সাহা ও সদস্য সচিব নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আগামী ০৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অপরদিকে নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ন্যাশনাল হাই স্কুল সোনাডাঙ্গার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নগর যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
বিবৃতিদাতারা হলেন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলসহ যুবলীগ ও ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।