UsharAlo logo
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সংকেত

usharalodesk
জুন ১, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: পটুয়াখালীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে।বুধবার (১ জুন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপকূলীয় এলাকা দিয়ে যেকোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

সকল মাছধরার ট্রলারসমূহকে গভীর সাগরে বিচরণ না করে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তবে সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ ট্রলার নিরাপদে রয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, উপকূলে বৃষ্টি বাড়তে পারে এবং এ ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

ঊষার আলো-এসএ