UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র থেমে নেই: নাজমুল হাসান

ঊষার আলো
নভেম্বর ২৩, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেছেন,  পতিত শেখ হাসিনা সরকার দেশের গণতন্ত্র ও নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ করে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি দুর্বল করে দিয়েছে। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার নেশা তাদের পেয়ে বসেছিল। এজন্য আওয়ামী সরকার বিএনপি সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা, শত শত মানুষ নেতাকর্মীকে গুম করার মাধ্যমে ক্ষমতা দখল করে রেখেছিল। কিন্তু জুলাই অগাস্টে বিএনপি এবং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়। পতনের পরও হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

নাজমুল বলেন, পতিত স্বৈরাচারের সকল ষড়যন্ত্র রুখে দিতে অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষ যেন আমাদের প্রতি বিরূপ ধারণা পোষণ না করে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ দলের শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ার করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী, সদস্য সচিব নাজমুল হোসাইন, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলিমুজ্জামানসহ শতাধিক নেতাকর্মী।

ঊষার আলো-এসএ