ফুলবাড়ীগেট প্রতিনিধি: নগরীর খানজাহান আলী থানা একাংশ ফুলতলা থানার ব্যবসায়িক প্রাণকেন্দ্র পথের বাজারে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় গত দু’দিনের বৃষ্টিতে পানি জমে তলিয়ে গেছে বাজার এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। এই বাজার থেকে প্রতি বছর রাজস্ব আদায় হলেও বাজারের পানি নিস্কাশনের জন্য কোনো ড্রেন নেই। ফলে দুর্ভোগ এখানকার ব্যবসায়ীদের নিত্যসঙ্গী।
গত দু’দিনের টানা বৃষ্টির পানির সঙ্গে ময়লা-আবর্জনা মিশে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী সহ মসজিদের মুসল্লি, প্রতি বছর বাজার ইজারা দিয়ে রাজস্ব আদায় করা হয়ে থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ এই বাজারে উন্নত ড্রেনেজ ব্যবস্থা নেই। পানি নিস্কাশনের জন্য যে ছোট ড্রেনেজ ব্যবস্থা রয়েছে তাও ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে গেছে। এ ছাড়া অপরিকল্পিতভাবে বাসাবাড়ি নির্মাণ এবং বিভিন্ন স্থানে পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কারণে প্রতি বছরই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি বাজারটিতে ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় এলাকার কৃষি জমি এবং খালে ময়লার ভাগাড় তৈরি করায় পরিবেশ দূষণের শিকার হচ্ছে।
বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ইকতিয়ার হোসেন মওলা বলেন, বাজারের ড্রেনেজ ব্যবস্থা নাজুক। যার কারণে প্রতি বছর ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্নিষ্টদের প্রতি জোর দাবি জানান|
তিনি বলেন, এ সমস্যার সমাধান করতে হলে বাজারে বড় করে ড্রেন করার প্রয়োজন রয়েছে। কিন্তু তা করতে হলে বাজেট প্রয়োজন।
ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ খবর নিয়ে দেখছি। বাজার উন্নয়নের জন্য প্রয়োজনে বরাদ্দ দেওয়া হবে।