UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

পথের বাজার চেকপোস্টে এককেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

koushikkln
জুলাই ৮, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোস্টে ১ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পথের বাজার চেকপোষ্ট ইনচার্জ এস আই রাকিবুল ইসলাম।

শুক্রবার (০৮ জুলাই) বিকাল সাড়ে ৪ টার সময় নিয়মিত তল্লাশী চলাকালে ফুলতলা থেকে পায়ে হেটে খুলনার দিকে এক যুবক যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে দেহ তল্লাশী চালিয়ে ১ কেজি গাঁজা সহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি বরগুনা জেলার বেতাগী থানার সরিষমুড়ি এলাকার সর্দারবাড়ির আঃ মালেকের পুত্র ইসমাইল হোসেন শিমুল।

খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। থানা এলাকাসহ প্রতিটি চেকপোস্টে নজরদারী বাড়ানো হয়েছে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদব্য নিয়ন্তন আইনে মামলা হয়েছে ।