UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পথের বাজার বণিক সমিতি নির্বাচনে মওলা সভাপতি, মফিজুর সম্পাদক

koushikkln
মার্চ ৮, ২০২২ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানাধীন পথেরবাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ ইকতিয়ার হাসেন মাওলা, সাধারণ সম্পাদক খান মফিজুর রহমান নির্বাচিত।

মঙ্গলবার (০৮ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোঃ ইকতিয়ার হাসেন মাওলা আনারস প্রতিক নিয়ে ১২৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আশরাফুল আলম আন্না প্রতিক চেয়ার প্রাপ্ত ভোট ৭৮। সাধারণ সম্পাদক খান মফিজুর রহমান প্রতিক ফুটবল ১১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ এরশাদ আকুঞ্জি প্রতিক মোরগ প্রাপ্ত ভোট ৮৯। অন্যন্য পদে নির্বাচিতরা হলেন সহ- সভাপতি পদে মোঃ রফিকুল ইসলাম ও মোঃ রমজান ফারাজী, সহ- সাধারণ সম্পাদক পদে মোঃ মোস্তফা কামাল ও মোঃ আবু সাইদ ফারাজী, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রানা আকুঞ্জি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হন। প্রচার সম্পাদক পদে মোঃ রনি শেখ, কোষাধ্যক্ষ পদে মোঃ সোহাগ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিতরা হলেন মোঃ মুকুল সরদার, মোঃ মিজানুর ফারাজী, বিপুল দাস, মোঃ সৌরভ আকুঞ্জি।

নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সরদার জাকির হোসেন। তিনি বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২০৯ জন ভোটারের মধ্যে ২০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন মোঃ বোরহান উদ্দীন, আব্দুল জব্বার, মোঃ সোহের সরদার।