UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা নদীর ভাঙনের কবলে ৩৭৬ কোটি টাকার প্রকল্প

usharalodesk
আগস্ট ১, ২০২১ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পদ্মা নদীর ভাঙনের কবলে পরছে ৩৭৬ কোটি টাকার ডান তীর সংরক্ষণ প্রকল্প। রাজবাড়ীর পদ্মা নদীর তীর রক্ষার ভাঙন প্রতিরোধে প্রায় ১৫০ মিটার কংক্রিট দ্বারা নির্মিত সিসি ব্লকের অংশ ধসে পড়েছে। যার ফলে, হুমকীতে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ ও গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শত শত ঘরবাড়ি। অপরিকল্পনা ও অনিয়মের কারণে বাঁধ ধসে গেছে বলে স্থানীয়দের অভিযোগ। মঙ্গলবার রাত ১১টায় সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার এলাকায় প্রায় ১৫০ মিটার সিসি ব্লকের অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

মিজানপুর ইউনিয়নের গোদার বাজার এনজিএল ইটভাটার ২ পাশে ১৫০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনকবলিত সাড়ে ৪ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে সিসি ব্লক ধসে পড়ছে। ভাঙন রক্ষায় জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে ভাঙন রক্ষায় কাজ করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ।

(ঊষার আলো-আরএম)