UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে খুবিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

pial
অক্টোবর ১৩, ২০২২ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাদ যোহর খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানের পূর্বে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী ইমাম হাফেজ মাওলানা ক্বারী শাহাবুজ্জামান। উক্ত দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। দিবসটির কর্মসূচিতে থাকা কেরাত প্রতিযোগিতা ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের সাথে আলোচনার মাধ্যমে শীঘ্রই আয়োজনের বিষয়টি অবহিত করা হয়।

(ঊষার আলো-এফএসপি)