UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দারিদ্রতা ও রাস্ট্রের অ-ব্যবস্থাপনার কারনেই শিশু শ্রম বৃদ্ধি বিষয়ক মতবিনিময়

pial
অক্টোবর ১৭, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : পরিবারের চরম দারিদ্রতা, পরিবার পরিকল্পনায় অসচেতনতা ও রাষ্ট্রের অব্যবস্থাপনার কারনেই আমাদের দেশে শিশুশ্রম বৃদ্ধি পেয়েছে। শিশু শ্রম প্রতিরোধে জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে গঠিত কমিটিগুলির সভা না করা ও রাষ্ট্রের প্রচলিত আইনের যথাযত প্রয়োগ না থাকায় শিশু শ্রম প্রতিরোধ হচ্ছে না। তাই শিশুশ্রম কমাতে রাষ্ট্রীয়ভাবে দারিদ্রতা নিরসনসহ পরিবার কেন্দ্রীক পরিকল্পনা সচেতন করতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট সকল কে একযোগে কাজ করতে হবে। বেসরকারী সংস্থা উদয়ন বাংলাদেশ বাগেরহাট কার্য্যলয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে এসব কথা বলেন। শিশুশ্রম নিরসন এবং শিশু শ্রম মুক্ত সমাজ তথা দেশ গঠনের লক্ষ্যে নেদার ল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা গ্লোবাল মার্চ এ্যাগেইনেস্ট চাইল্ড লেবার এর সহযোগীতায়, এড্রেসিং চাইল্ড লেবার ইন এগ্রিকালচারাল সাপ্লাই চেইন গ্লোবাল টু লোকাল প্রকল্পের আওতায় ইনসিডিন বাংলাদেশ এবং উদয়ন – বাংলাদেশ যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করেন।

স্থানীয় ব্যবসায়ী সংস্থার প্রতিনিধি, ট্র্রেড ইউনিয়ন, লোকাল চেম্বার, চিংড়ি চাষের সাথে জড়িত চাষি ও এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উদয়ন – বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান শেখ । প্রকল্পের বিভিন্ন কর্যক্রমসহ সভার মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশ এর ক্যাম্পেইন কো-অর্ডিনেটর রাফিউল আলি। অনুষ্ঠানে সরকার নির্ধারিত ৪৩টি ঝুকিপূর্ন কাজের তালিকা উপস্থাপন করেন উদয়ন – বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার রুপা জামান।

অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সংবাদ কর্মী আজাদুল হক, প্রেসক্লাবের নির্বাহি সদস্য এসএম রাজ মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ আব্দুর রশিদ, ওয়াদা এনজিওর প্রতিনিধি তহমীনা আক্তার, ব্র্যাকের জেলা প্রতিনিধি ইদ্রিস আলম প্রমুখ।

(ঊষার আলো-এফএসপি)