ঊষার আলো ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, অনলাইনের মাধ্যমে নাগরিক সেবা প্রদান এখন সময়ের দাবি। এ দাবি পূরণে কেসিসি’র নাগরিক সেবাসমূহ পর্যায়ক্রমে অনলাইনে প্রদান করা হবে।
সিটি মেয়র মঙ্গলবার (মঙ্গলবার) বেলা ১১ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের সেবাসমূহ অনলাইনে প্রদান সংক্রান্ত সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। Prottoyon.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নাগরিক সনদ গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে কেসিসি’র পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। ওয়েবসাইটটি চালু হলে নগরবাসী ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন বলে সিটি মেয়র উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোঃ কবির হোসেন কবু মোল্লা, শেখ মোঃ ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, মুন্সী আব্দুল ওয়াদুদ, এস.এম খুরশীদ আহম্মেদ টোনা, শেখ মোসারাফ হোসেন, মোঃ আনিছুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ হাফিজুর রহমান মনি, কাজী আবুল কালাম আজাদ বিকু, ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ গোলাম মাওলা শানু, জেড এ মাহমুদ ডন, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, সচিব মোঃ আজমুল হক, প্রধান প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, উদ্ভাবক ও অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক প্রমূখ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।