UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পল্লী বিদ্যুৎ অফিসে ঝুলছিল নিরাপত্তা কর্মীর মরদেহ

ঊষার আলো
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিস থেকে আব্দুল আলিম (৪৯) নামে এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে করছেন পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারের পল্লী বিদ্যুতের অফিসের বিল শাখার কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত নিরাপত্তা কর্মী আব্দুল আলিম বগুড়া জেলা শহরের ঠনঠনিয়া এলাকার আব্দুস সামাদের ছেলে।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, কামারখন্দ পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং শাখা থেকে নিরাপত্তা প্রহরী আব্দুল আলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিসি ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি নিজেই আত্মহত্যা করেছেন।

ওসি আরও বলেন, মৃত্যুর আগে আলিম একটি চিঠি লিখে গেছেন। সেখানে তিনি অধিক ঋণগ্রস্ত ছিলেন বলে উল্লেখ করেছেন এবং ধারণা করা হচ্ছে সে কারণেই আত্মহত্যা করছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকলে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঊষার আলো-এসএ