UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ গুণ বেশি ওজনের ছাগল উড়িয়ে নিলো ঈগল

pial
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাড়ির ছাদ কিংবা উঠান থেকে চিল-ঈগলের ছোঁ মেরে হাস-মুরগীর বাচ্চা উড়িয়ে নেওয়ার দৃশ্য কম বেশি অনেকেই দেখেছি। তবে চোখের সামনে কোনো ঈগলকে ৫ গুণ বেশি ওজনের ছাগল উড়িয়ে নিতে দেখা মানুষের সংখ্যা নেই বললেই চলে।

সম্প্রতি এমন একটি ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছেন বিবিসির প্রযোজক অ্যালেক্স ল্যানচেস্টার ও তার টিম। সম্প্রতি ফ্রোজেন প্ল্যানেট টু সিরিজের একটি পর্বের দৃশ্যধারণের জন্য ইতালির একটি পর্বতে যান তারা। সেখানেই তাদের ক্যামেরায় ধরা পড়ে এ দৃশ্য। তারা দেখেন, নিজের ওজনের তুলনায় প্রায় ৫ গুণ ওজনের পাহাড়ি ছাগল উড়িয়ে নেয় একটি গোল্ডেন ঈগল।
এরপর সেটি শূন্য থেকে ছেড়ে দেয় ও পরে ছাগলটি মারা গেলে সঙ্গীকে নিয়ে সেটি খাওয়া শুরু করে ঈগলটি।

সাধারণ ছোট আকারের বাচ্চা ছাগল, খরগোশ, পাখি ও হাস প্রভৃতি শিকার করে থাকে গোল্ডেন ঈগল। কিন্তু এই ঘটনায় বেশ অবাক হয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অ্যালেক্স ল্যানটেস্টার বলেন, ‘ফ্রোজেন প্ল্যানেট টিম নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না, এ ধরনের ঘটনা আগে কখনোই ভিডিও ধারণ করা হয়নি। আমরা জানতাম তারা বাচ্চা ছাগল শিকার করে, তবে এমন প্রাপ্তবয়স্ক ছাগল শিকার করতে কখনোই দেখিনি। এ ধরনের ছাগলের ওজন ঈগলের চেয়ে পাঁচ গুণ বেশি হয়।’

দৃশ্যটি খুব মর্মান্তিক ছিল বলে জানান তিনি, তার ভাষায়, ‘ছাগলটি অনেক বড় তবে ঈগলটি যেভাবে সেটিকে শূন্যে ভাসিয়ে তারপর ছেড়ে দিয়ে হত্যা করে খেলো, সত্যিই এটি খুবই মর্মান্তিক। তারা জোড়া বেধে শিকার করে থাকে।’

(ঊষার আলো-এফএসপি)